ভারতে প্রথম

  (১)  স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ (গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (ঘ) জওহরলাল নেহেরু উত্তরঃ  ডঃ রাজেন্দ্র প্রসাদ (২)  স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ ভি ভি গিরি (গ) জি এস পাঠক (ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ উত্তরঃ  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৩)  স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ? (ক) ইন্দিরা গান্ধী (খ) জওহরলাল নেহেরু (গ) লাল বাহাদুর শাস্ত্রী (ঘ) মোরারজি দেশাই উত্তরঃ  জওহরলাল নেহেরু (৪)  স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ? (ক) হীরালাল জে কানাইয়া (খ) এ এন রায় (গ) বি পি সিনহা (ঘ) পি এন ভগবতী উত্তরঃ  হীরালাল জে কানাইয়া (৫)  স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ? (ক) ডঃ নগেন্দ্র সিংহ (খ) আর কে ত্রিবেদী (গ) টি স্বামীনাথণ (ঘ) সুকুমার সেন উত্তরঃ সুকুমার সেন

ইসলামিক কিছু কথা

         ..........ইসলামিক কিছু কথা.............. 


মনোযোগ দিয়ে পড়ুন, ভাল লাগবে।
# বিশ্বনবী (সাঃ) একদিন বাহির থেকে এসে তাঁর নাতি হাসান এবং হোসাইনকে আদর করছিলেন। হঠাৎ হোসাইন (রাঃ) জিজ্ঞেস করলেন, বলেনতো নানা আপনি বড় নাকি আমি বড়?
:
রাসূল (সাঃ) হেসে বললেন, "দুনিয়ার সকল মানুষের নেতা আমি। সেজন্য আমিতো অবশ্যই বড়"
:
কিন্তু ছোট্ট হোসাইন বললেন, না নানা, আমি আপনার চেয়ে বড়।
রাসূল (সাঃ) বললেন, "তুমি আমার চেয়ে বড়, এটার যুক্তি দেখাও তো?"
:
ছোট্ট হোসাইন বললেন, দেখি আপনার বাবার নাম কি বলেন?
রাসূল (সাঃ) বললেন আবদুল্লাহ। হোসাইন বললেন, শুধুই আবদুল্লাহ। আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আমার
বাবার নাম কি জানেন?
:
আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব,
আলী ইবনে আবি তালিব,
সারা দুনিয়ার কাফিরদের যম। আপনি এমন এক আব্বা
পেয়েছেন কি?
:
তাহলে তো আমিই আপনার চেয়ে বড়। রাসুল (সাঃ) অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হোসাইনের দিকে।
:
হোসাইন (রাঃ) বললেন, নানা এখানেই শেষ নয়। দেখি আপনার আম্মার নাম কি
বলেন। রাসূল (সাঃ) বললেন,
আমিনা। হোসাইন বললেন, শুধুই আমিনা। আর আমার আম্মার নাম কি জানেন?
:
আমার আম্মার নাম হলো, ফাতিমাতুজ জাহরা, জান্নাতের
সর্দারীনী। এরকম একটি আম্মা কি আপনি পেয়েছেন? তাহলেতো এদিক দিয়েও, আমি
আপনার চেয়ে বড়।
:
রাসূল (সাঃ) আবারো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
:
হোসাইন আবার বললেন, নানা এখানেই শেষ নয় আরো আছে। দেখি বলুনতো আপনার নানির নাম কি? রাসুল (সাঃ) তাঁর নানির বললেন। এবার হোসাইন
বললেন,"আমার নানির নাম কি
জানেন? আমার নানির নাম হলো, খাদিজাতুল কোবরা, জান্নাতে প্রথম মহিলা হিসেবে প্রবেশ করবেন। এরকম নানি
কি আপনি পেয়েছেন? তাহলে তো এখান দিয়েও আমি আপনার বড়" .
:
রাসূল (সাঃ) নিজের চোখের পানি ছেড়ে দিলেন।
.
হোসাইন বললেন, নানা আরো আছে আরো আছে। বলুন তো আপনার নানার নাম কি?? রাসূল (সাঃ) উনার নানার নাম
বললেন। এবার হোসাইন বললেন,আমার নানার নাম কি
জানেন? আমার নানার নাম হলো রহমাতুল্লিল আ'লামিন, বিশ্বনবী মোস্তফা হযরত
মুহাম্মদ (সাঃ) এই রকম একজন নানা কি আপনি পেয়েছেন ??
:
তাহলে আপনি নিজেই বলুন, কে বড়? আপনি বড় নাকি আমি বড়?
.
রাসূল (সাঃ) হোসাইনকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন,
হ্যাঁ হোসাইন। আল্লাহ আজ তোমাকে আমার চেয়ে বড়
বানিয়ে দিয়েছেন।


Comments

Popular posts from this blog

দেশ ভিত্তিক মসজিদের সংখ্যা (Top 9)

ইসলামিক প্রসঙ্গ