ভারতে প্রথম

  (১)  স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ (গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (ঘ) জওহরলাল নেহেরু উত্তরঃ  ডঃ রাজেন্দ্র প্রসাদ (২)  স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ ভি ভি গিরি (গ) জি এস পাঠক (ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ উত্তরঃ  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৩)  স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ? (ক) ইন্দিরা গান্ধী (খ) জওহরলাল নেহেরু (গ) লাল বাহাদুর শাস্ত্রী (ঘ) মোরারজি দেশাই উত্তরঃ  জওহরলাল নেহেরু (৪)  স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ? (ক) হীরালাল জে কানাইয়া (খ) এ এন রায় (গ) বি পি সিনহা (ঘ) পি এন ভগবতী উত্তরঃ  হীরালাল জে কানাইয়া (৫)  স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ? (ক) ডঃ নগেন্দ্র সিংহ (খ) আর কে ত্রিবেদী (গ) টি স্বামীনাথণ (ঘ) সুকুমার সেন উত্তরঃ সুকুমার সেন

ইসলামিক প্রসঙ্গ

 ৷৷৷৷৷৷৷৷৷৷৷ ইসলামিক কিছু কথা ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷


একবার ১৯৪১ সালে একাধারে ৭দিন বৃষ্টি হয়েছিল, তখন পবিত্র কাবা শরীফ ৬ফুট পানিতে ডুবে গিয়েছিল। সে সময় কাবা শরীফ পানিতে ডুবে গেছে, আর একজন সাঁতার কেটে তওয়াফ করেছেন ।
১২ বছর বয়সী বাহরাইনের শেখ আলআওয়াদী তখন মক্কায় দ্বীনি স্কুলের ছাত্র ছিলেন। সেসময়ের ১২ বছর বয়সি কিশোর ২০১৫ র মে মাসের ১৬ তারিখ ৮৬ বছর বয়সে শেখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন। তার ছেলে আব্দুল মজিদ ২০ বছর আগে হজ্জ করতে গিয়ে তার বাবার ছবির পোস্টার কপি কিনে এনেছিলো মক্কা থেকে পিতার জন্যে উপহার হিসাবে।

Comments

Popular posts from this blog

দেশ ভিত্তিক মসজিদের সংখ্যা (Top 9)

ইসলামিক কিছু কথা