ভারতে প্রথম
(১) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
(ক) ডঃ জাকির হোসেন
(খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
(২) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?
(ক) ডঃ জাকির হোসেন
(খ) ডঃ ভি ভি গিরি
(গ) জি এস পাঠক
(ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(৩) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
(ক) ইন্দিরা গান্ধী
(খ) জওহরলাল নেহেরু
(গ) লাল বাহাদুর শাস্ত্রী
(ঘ) মোরারজি দেশাই
উত্তরঃ জওহরলাল নেহেরু
(৪) স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?
(ক) হীরালাল জে কানাইয়া
(খ) এ এন রায়
(গ) বি পি সিনহা
(ঘ) পি এন ভগবতী
উত্তরঃ হীরালাল জে কানাইয়া
(৫) স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) ডঃ নগেন্দ্র সিংহ
(খ) আর কে ত্রিবেদী
(গ) টি স্বামীনাথণ
(ঘ) সুকুমার সেন
Comments
Post a Comment