ভারতে প্রথম
(১) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ (গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (ঘ) জওহরলাল নেহেরু উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ (২) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ ভি ভি গিরি (গ) জি এস পাঠক (ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (৩) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ? (ক) ইন্দিরা গান্ধী (খ) জওহরলাল নেহেরু (গ) লাল বাহাদুর শাস্ত্রী (ঘ) মোরারজি দেশাই উত্তরঃ জওহরলাল নেহেরু (৪) স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ? (ক) হীরালাল জে কানাইয়া (খ) এ এন রায় (গ) বি পি সিনহা (ঘ) পি এন ভগবতী উত্তরঃ হীরালাল জে কানাইয়া (৫) স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ? (ক) ডঃ নগেন্দ্র সিংহ (খ) আর কে ত্রিবেদী (গ) টি স্বামীনাথণ (ঘ) সুকুমার সেন উত্তরঃ সুকুমার সেন